২৭ ও ২৮ আগস্ট গুজরাটে সফর প্রধানমন্ত্রীর, আহমেদাবাদ-সহ ৩ শহরে রয়েছে কর্মসূচি

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): দু’দিনের সফরে গুজরাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৭ ও ২৮ আগস্ট দু’দিনের এই সফরে আহমেদাবাদ ও ভুজে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী যাবেন গান্ধীনগরেও। ২৭ আগস্ট, শনিবার আহমেদাবাদের সবরমতি সরোবরের সামনে খাদি উৎসবে বক্তব্য রাখবেন তিনি। পরবর্তী দিন, ২৮ আগস্ট সকালে ভুজে স্মৃতি ভান মেমোরিয়াল উদ্বোধন করবেন। এরপর তিনি ভুজে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। ওই দিনই সন্ধ্যায় ভারতে সুজুকির ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে গান্ধীনগরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

খাদিকে জনপ্রিয় করতে, খাদি পণ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি তৈরি করতে এবং তরুণ প্রজন্মের মধ্যে খাদির ব্যবহার প্রচারের জন্য প্রধানমন্ত্রী অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর প্রচেষ্টার ফলস্বরূপ, ভারতে খাদির বিক্রি চারগুণ বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র গুজরাটেই খাদির বিক্রি আট গুণ বেড়েছে।