কলকাতা, ২৬ আগস্ট ( হি.স.) : কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পালের নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা হল কলকাতা হাইকোর্টে। আদালত সূত্রের খবর, প্রলয় চক্রবর্তী নামে বিশ্ববিদ্যালয়েরই এক কর্মী মামলার আবেদনে জানান, গৌতমের নিয়োগ বেআইনি। তিনি রিডার হিসেবে নিয়োগ পান অবৈধ উপায়ে।
মামলাকারীর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য জানান, সহ উপাচার্য পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা গৌতমের নেই। তা সত্ত্বেও তাঁকে বেআইনিভাবে সহ উপাচার্য পদে বসানো হয়েছে। গৌতম পালের আইনজীবী সপ্তাংশু বসু বলেন, আমার মক্কেল ২০১৮ সাল থেকে ওই পদে কাজ করছেন।
কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ আবেদনটি গ্রহণ করেছেন। সব পক্ষকে হলফনামা জনা দেওয়ার নির্দেশ দেন তিনি। মামলার পরবর্তী শুনানি ৭ নভেম্বর।
প্রসঙ্গত, গৌতম পালকেই আবার রাজ্য সরকার সম্প্রতি প্রাথিমক শিক্ষা পর্ষদের সভাপতি পদে নিয়োগ করেছেন। একই সঙ্গে তাঁকে দুটি দায়িত্ব সামলাতে হবে। শিক্ষা মহল প্রশ্ন তুলেছে, এক সঙ্গে দুটি পদে তিনি কাজ করবেন কী করে।
বিরোধীদের অভিযোগ, তৃণমূল জমানায় এরকম দৃষ্টান্ত অনেক রয়েছে। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়েরও ভারপ্রাপ্ত উপাচার্য। আবার তিনি কলকাতার শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ।

