ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। টিএফএ আয়োজিত মহিলা লীগ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল থেকে। উদ্বোধনী ম্যাচে চলমান সংঘ লড়বে জম্পুইজলা প্লে সেন্টারের বিরুদ্ধে। লক্ষ্য প্লে সেন্টারের ঐতিহ্য বজায় রাখা। তা মাথায় রেখে মাঠে নামবে ফুটবলাররা। দাবি কোচ সুবোধ দেববর্মার। গেলো বারের লিগের সেরা দল জম্পুইজলা এবার আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে। প্রতিপক্ষ চলমান সঙ্ঘ। আগামীকাল অরুন্ধতীনগর পুলিস মাঠে বিকেল ৩ টায় শুরু হবে ম্যাচটি। ওই ম্যাচে মাঠে নামার আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিচ্ছেন জম্পুইজলার ফুটবলাররা। গেলোবারের ১৩ জন ফুটবলার রয়েছে এবারের দলে। থাকছে সদ্য অনূর্ধ্ব-১৪ বালিকাদের ফুটবলে রাজ্য সেরা হওয়া ফুটবলাররাও। ফলে বেশ শক্তিশালী দল নিয়েই এবার মাঠে নামছে। বৃহস্পতিবার সকালে জম্পুইজলার সুধন্য দেববর্মা স্কুল মাঠে অনুশীলন শেষে কোচ সুবোধ দেববর্মা বলেন, “এবারের দল যথেষ্ট ব্যালান্সড। খেলায় হার-জিৎ থাকবেই। তবে আমার মেয়েরা ফুটবলপ্রেমীদের ভালো খেলা উপহার দেবে তা জোড় গলায় বলতে পারি”। মরশুমে সাফল্য পেতে প্রতিদিন দু’বেলা করে চলছে অনুশীলন। কয়েকমাস ধরেই চলছে ওই অনুশীলন। তবে কতদিন নিজের গাটের টাকা খরচ করে এভাবে অনুশীলন চালিয়ে যেতে পারবেন তা নিয়ে খোদ সন্দিহান সুবোধ। এবছর জি পি এফের টাকা তুলে মেয়েদের অনুশীলন করাচ্ছেন। মরশুমে জম্পুইজলা প্লে সেন্টারকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ফুটবলার সীমা দেববর্মা। এবছর দলের আক্রমণ এবং রক্ষণভাগ যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন সুবোধ। শেষে সুবোধ বলেন, “আমার কাছে সবদলই শক্তিশালী। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচে ভালো খেলা। আর তা করতে পারলেই পুরো পয়েন্ট পেতে পারবো। মেয়েদের তাই বুঝিয়েছি”। ২৯ আগস্ট দ্বিতীয় ম্যাচে কিল্লা মর্ণিং, ৩১ আগস্ট আসরের সবথেকে শক্তিশালী প্রতিপক্ষ ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং ৩ সেপ্টেম্বর বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের বিরুদ্ধে খেলবে জম্পুইজলা প্লে সেন্টার।
জম্পুইজলা প্লে সেন্টারের দল: বুধুলক্ষ্মী দেববর্মা, সামপ্লি জমাতিয়া, জিবীকা দেববর্মা, সোনালি দেববর্মা, শিবতি দেববর্মা, সীমা দেববর্মা (অধিনায়িকা), কবিতা দেববর্মা, হামারি জমাতিয়া, সোয়ারি জমাতিয়া, শকুন্তলা দেববর্মা, সুশ্মিতা দেববর্মা, সারা দেববর্মা, দিপালী দেববর্মা, পায়েল দেববর্মা এবং লাইসা দেববর্মা।

