ইমফল, ২৫ আগস্ট (হি.স.) : ইমফল পূর্ব জেলায় জাল ভারতীয় মুদ্রা সহ গ্রেফতার করা হয়েছে জনৈক মহিলা সহ তিন মাদক কারবারিকে। ইমফল পূর্ব জেলার উরুপ কাংথাক এলাকায় মণিপুর পুলিশের কম্বাইন্ড টিমের অভিযানে জাল ভারতীয় মুদ্রা, টাকা ছাপানোর মেশিন, বহু কোটি টাকার হেরোইন ও মাদকজাতীয় ট্যাবলেট সহ এলাকারই বাসিন্দা মহম্মদ সাবির আলির স্ত্রী তসলিমা (২৫) এবং তার দুই সাঁকরেদদের তাদের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ইমফল পূর্বের পুলিশ সুপার আইপিএস এম প্রদীপ সিং এ খবর দিয়ে জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বুধবার সার্চ অপারেটিং দল ইমফল পূর্বের উরুপ কংথাকে অবস্থিত একটি বাড়িতে নিষিদ্ধ মাদক বিক্রির সাথে জড়িত এক মহিলাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তিনি জানান, তাঁর তত্ত্বাবধানে এসআই এনজি দেবেশ্বর সিঙের নেতৃত্বে স্পেশাল টিমের তিনটি দল নিয়ে গঠিত একটি সম্মিলিত দল এসআই টি লেনিন শর্মা, হেড কনস্টেবল এম শান্তা সিং, হেড কনস্টেবল সি সোনামণি সিং, সিডিও/আইই-র মহিলা কনস্টেবলদের দুটি দল ওয়াইএডিএ খেরগাও-এর কয়েকজন স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে ইমফলের অতিরিক্ত পুলিশ সুপার কে হিরোজিৎ সিং অভিযান চালিয়েছিলেন।
পুলিশ সুপার প্রদীপ সিং জানান, পুলিশের দল মহম্মদ সাবির আলির বাড়িতে গিয়ে প্রথমে তার স্ত্রী তসলিমাকে আটক করে। এর পর তালাশি চালিয়ে তার বাসা থেকে পাঁচটি সাবান কেসে ভরতি স্বচ্ছ পলিথিন পাউচে প্রায় ৭৫ লক্ষ টাকার ৬০ গ্রাম সন্দেহভাজন হেরোইন পাউডার, প্রায় ৫৯ লক্ষ ৫৫ হাজার টাকার ৩,৯৭০টি মাদকজাতীয় ইয়াবা ট্যাবলেট এবং একটি রেডমি স্মার্টফোন বাজেয়াপ্ত করা হয়। পরে আরও তালাশি চালিয়ে ওজন পরিমাপের স্কেল, ৮৯টি ৫০০ টাকা নোটের ২৬টি বান্ডিল, ১০১টি আন-কাট ৫০০ টাকার জাল নোট এবং তিনটি খালি প্লাস্টিকের শিশি উদ্ধার করেছে কম্বাইন্ড টিম। টাকাগুলির সবটাই জাল।
ধৃত তসলিমার স্বীকারোক্তির ভিত্তিতে আরও দুজনকে পুলিশ গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। তিনি জানান, প্রথমে কিয়ামগেই মাখা লেইকাইয়ের বাসিন্দা প্রয়াত মহম্মদ আলির ছেলে মহম্মদ বোচা (৩৩)-কেও তার বাসা থেকে একটি সাবান কেস এবং ১৪৪টি সন্দেহভাজন এসপি ক্যাপসুল সহ গ্রেফতার করা হয়েছে। এর পর আর কেইরাওয়ের বাসিন্দা মহম্মদ জালালের ছেলে উমর (২৪) নামের আরেক যুবককে সকাল ৬টা ৫০ মিনিটে কেইরাও লিতান মাখংয়ে অবস্থিত তার দোকান থেকে একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার সহ পুলিশ গ্রেফতার করেছে।
বাজেয়াপ্তকৃত সামগ্রী সহ এক মহিলা সহ তিন অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইরিলবুং থানায় হস্তান্তর করা হয়েছে, জানান ইমফল পূর্বের পুলিশ সুপার এম প্রদীপ সিং।

