মহিলা ফুটবলের উদ্বোধক শ্যামলী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। উদ্বোধন করবেন প্রাক্তন ফুটবলার শ্যামলী দেববর্মা। রাজ্য মহিলা লিগ ফুটবলের। আগামীকাল বিকেল ৩ টায় হবে আসরের উদ্বোধন। অরুন্ধতীনগর পুলিস মাঠে। উদ্বোধনী ম্যাচে গেলোবারের চ্যাম্পিয়ন জম্পুইজলা প্লে সেন্টার খেলবে চলমান সঙ্ঘের বিরুদ্ধে। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকার কথা বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায় এবং রাজ্য ফুটবল সংস্থার কর্তাদের। এদিকে মহিলা ফুটবল দিয়েই মরশুম শুরু করছে রাজ্য ফুটবল সংস্থা। ফলে ওই আসর সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে রাজ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।‌ টিএফএ-র পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণও জানানো হয়েছে।