নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি. স.) : দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১০ কোটি ৮২ লক্ষের বেশি । দেশে গত ২৪ ঘণ্টাতে টিকা পেয়েছেন প্রায় ২৩ লাখ ৫০ হাজার।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, করোনা টিকার মোট ২০০.৩২ কোটি ডোজ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে দেওয়া হয়েছে। এর মধ্যে রাজ্যগুলিতে এখনও ভ্যাকসিনের ৬.০৬ কোটি ডোজ রয়েছে। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৯২ হাজার ৮৩৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।