মানকাচর (অসম), ২৫ আগস্ট (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলার মানকাচর থানাধীন গুদলিগাঁওয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় আজ বৃহস্পতিবার ভোররাত প্ৰায় তিনটায় সংঘটিত এক গুলি চালনার ঘয়নায় জনৈক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিকে জনৈক মণিরউজ্জামান বলে শনাক্ত করা হয়েছে। ঘটনাটি সীমান্ত থেকে প্ৰায় ৮০০ মিটার দূরে সংঘটিত হয়েছে।
কেউ কেউ বলছেন, চোরাকারবারি সন্দেহে বিএসএফের গুলিতে মণিরউজ্জামানের মৃত্যু হয়েছে। গ্রামবাসীর দাবি, সীমান্তের দিকে মাছ ধরতে গিয়েছিলেন মণিরউজ্জামান। অথচ বিএসএফ তাকে চোরাকারবারি সন্দেহে গুলি করেছে।
তবে বিএসএফ বলছে, তারা গুলি করেননি। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশের দল অকুস্থলে গিয়েছে। পুলিশি তদন্তের পর ঘটনার সত্যাসত্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।

