নয়াদিল্লি, ২৫ আগস্ট ( হি.স.) : আজ কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে দায়ের করা পিটিশনের শুনানি হবে দিল্লি হাইকোর্টে। প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মার নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে শুনানি করা হবে।
গত ১৯ জুলাই সুপ্রিম কোর্ট অন্যান্য হাইকোর্টের বিচারাধীন মামলাগুলো দিল্লি হাইকোর্টে স্থানান্তর করার নির্দেশ দিয়েছিল। দিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে একটি পিটিশনের শুনানি করছে যেখানে দ্বাদশ শ্রেণিতে প্রাপ্ত কাট-অফ নম্বর বাড়িয়ে প্রার্থীদের নির্বাচন করতে বলা হয়েছে। আবেদনকারীরা বলেন, এই বিজ্ঞাপনে ভারতীয় নৌবাহিনীতে নির্বাচনের জন্য তৈরি মানদণ্ড লঙ্ঘন করেছে।
বায়ুসেনায় নির্বাচিত ২০ জন প্রার্থীও অগ্নিপথ প্রকল্প নিয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তার পিটিশনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পে প্রভাবিত না হয়ে তাকে বিমান বাহিনীতে যোগদানের আদেশ জারি করা হোক। এয়ারফোর্সে নির্বাচিত প্রার্থীদের এয়ারফোর্স এক্স এবং ওয়াই ট্রেডে নিয়োগের জন্য ২০১৯ সালে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু তারা জয়েনিং লেটার পাননি। পিটিশনে দাবি করা হয়েছে, বিমানবাহিনীর ২০১৯ তালিকাভুক্ত সফলদের যোগদান করাতে হবে।

