অনুব্রতর জন্য জরুরি বিভাগ বন্ধ, প্রবল বিক্ষোভ হাসপাতালে

আসানসোল, ২৫ আগস্ট (হি. স.) : বুধবার জেলে রাত কাটানোর পর বৃহস্পতিবার সকালে আদালতের নির্দেশ মতো আসানসোল জেল থেকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। এরপরই হাসপাতালের জরুরি বিভাগে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রোগীদের পরিবারের দাবি, একজন জেল বন্দি নেতার জন্য কেন এ ভাবে কষ্ট দেওয়া হবে তাঁদের?

বৃহস্পতিবার এ নিয়ে ক্ষোভ দেখা দেয় রোগীর পরিবারের সদস্যদের মধ্যে। এক ঘণ্টা পার হয়ে গেলেও টিকিট কাউন্টার বন্ধ। বাইরে রোগী কষ্ট পাচ্ছেন, অথচ জরুরি বিভাগে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এমন অভিযোগেই উত্তাল আসানসোল হাসপাতাল। জেল হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসার পরই কার্যত বিক্ষোভ শুরু হয় হাসপাতালে। লাঠি চালিয়ে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

অভিযোগ, হাসপাতালের তরফ থেকে অপেক্ষারত রোগী ও তাঁদের পরিবারকে বলে দেওয়া হয়েছে, আপাতত টিকিট কাউন্টার বন্ধ। এক ঘণ্টা হয়ে গেলেও লাইনেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের। কেউ কেউ প্রশ্ন তোলেন, একজন অপরাধীকে কেন এ ভাবে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হবে? সাধারণ মানুষ কেন ভুক্তভোগী? হাসপাতালে পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের দাবি অনুব্রতর জন্য পুলিশ অতি সক্রিয়। যাঁরা অপেক্ষা করছেন তাঁদের মধ্যে রয়েছেন অন্তঃসত্ত্বা মহিলা, কারও অস্ত্রোপচার হয়েছে সম্প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *