প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছে দীপক রবি, আনন্দের পর আদিত্য, অনুজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। পেশাদার ক্রিকেটার সন্ধানে আয়োজিত প্রথম প্রস্তুতি ম্যাচ ড্র-তে নিষ্পত্তি হয়েছে। তবে প্রথম ইনিংসে লিভ নিয়েছে টিম-বি দল। যদিও ম্যাচের ফলাফল এখানে মুখ্য নয়, কোন্ খেলোয়াড় নির্বাচকদের চোখে কতটুকু আকর্ষণ সৃষ্টি করতে পেরেছে, সেটাই মুখ্য বিষয়। বৃহস্পতিবার সকালে টিম-বি প্রথম দিনের ১৬৪ রান হাতে নিয়ে খেলা শুরু করে ২২.৫ ওভার ব্যাটিং করতে সক্ষম হয়। ইতিমধ্যে অবশিষ্ট ৬ উইকেট হারিয়ে ৮০ রান যোগ করে নেয়। জবাবে টিম-এ ৫০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলার শুরু করে। ওপেনার রবি সিং-এর অনবদ্য ব্যাটিংয়ের পর সাগর শর্মা ও আনন্দ সিং বৈশ-এর ব্যাটিং কিছুটা নজর কেড়েছে। অতঃপর ৪৪.৩ ওভার খেলে সব ক’টি উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। রবি ৯৩টি বল খেলে আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সহযোগে ৭৯ রান পায়। সাগর ও আনন্দ প্যাভিলিয়নে ফেরেন যথাক্রমে ৩৯ ও ৩৭ রান করে। বোলিংয়ে আকাশ শ্রীবাস্তব, বৈভাক মালি, অভিজিৎ শর্মা ও স্বরাব সাহানি প্রত্যেকের দুটি করে উইকেট তুলে নিয়ে কিছুটা সাফল্য পেয়েছে। জয়ের জন্য ১৪০ রানে টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ১৮ ওভারে এক উইকেট হারিয়ে টিম-বি ৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ম্যাচ ড্র-তে নিষ্পত্তি হয়, তবে টিম-বি দল প্রথম ইনিংসে লীড পায়। এদিকে ওপেনার আদিত্য যাদব ২৮ বল খেলে সাতটি বাউন্ডারি ও দুইটি ওভার বাউন্ডারি মেরে ৪৩ রান সংগ্রহ করে যেমন নজর কেড়েছে, তেমনি অভিজিৎ শর্মাও ২৭ বল খেলে চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাকিয়ে অপরাজিত ভূমিকায় ৪২ রান সংগ্রহ করে। উল্লেখ্য, আগামীকাল বিরতি কাটিয়ে ২৭ ও ২৮ আগস্ট দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।