নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ গাঁজা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ৷ এয়ারপোর্ট থানা এলাকার নবগ্রাম ঘোষপাড়ায় অভিযান চালিয়ে ১০১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় এয়ারপোর্ট থানার পুলিশের কাছে গোপন সূত্রে সুনির্দিষ্ট খবর আসে নবগ্রাম ঘোষপাড়ার জঙ্গলে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছে৷ সেই খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানার ওসি রানা চ্যাটার্জি এবং মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের নিয়ে কত গভীর রাতে নবগ্রাম ঘোষপাড়ার জঙ্গলে অভিযান চালান৷ অভিযান চালাতে গিয়ে তারা সাফল্য পান৷ সেখানে মজুত রাখা ১০১০ কিলো শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হন তারা৷ প্রচুর পরিমাণ মজুদ শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হলেও এই গাঁজা মজুদ কান্ড কাউকে আটক করা সম্ভব হয়নি৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ এই চক্রে কারা জড়িত রয়েছে তাদের নামধাম উদ্ধার করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ খুব শীঘ্রই এই ঘটনায় জড়িতদের আটক করা সম্ভব হবে বলেও পুলিশ আশা ব্যক্ত করেছে৷ এ ধরনের অভিযান আগামী দিনগুলিতেও অব্যাহত থাকবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে৷
2022-08-25