ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট।। টাগ অফ ওয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। আন্তঃ অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার উদ্যোগে। উমাকান্ত একাডেমির সামনের মাঠে হবে ওই আসর। আগামীকাল সকাল ১০ টায় প্রতিযোগিতা শুরু হবে। উল্লেখ্য, পরদিন ২৬ আগস্ট, শুক্রবার হবে মিউজিক্যাল চেয়ার এবং ২৭ আগস্ট শনিবার হবে কাবাডি প্রতিযোগিতার আসর। সবকটি ইভেন্টই হবে উমাকান্ত একাডেমির সামনের মাঠে। উদ্যোক্তা অর্থাৎ আন্তঃ অফিস স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখবর জানানো হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়ারদের যথাসময়ে মাঠে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
2022-08-24