এস.এম.কাপ-এর আগে ঘরোয়া লীগে ভালো খেলার লক্ষ্যে মেয়েরা : শুভেনজিৎ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট।। আসন্ন এস.এম.কাপ-এ খেলতে হবে। এর আগে ঘরোয়া লীগ ফুটবল।

দিল্লিতে অনূর্ধ্ব-১৭ বালিকাদের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু ১৮ সেপ্টেম্বর থেকে। আসরে অংশ নিতে ১৫ সেপ্টেম্বর দেশের রাজধানীর উদ্দেশ্যে রওযানা হবে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। ওই আসরে অংশ নেওয়ার আগে স্পোর্টস স্কুলের ফুটবলারদের ‘‌পাখীর চোখ’ রাজ্য মহিলা লীগ ফুটবলে। ২৬ আগস্ট থেকে শুরু হওয়া মহিলা লিগ ফুটবলে ভালো ফলাফল করে এস এম কাপ ফুটবলের আগে নিজেদের মনোবল বাড়িয়ে নিতে বদ্ধপরিকর ধনিতা রিয়াং-‌রা। ‌গেলোবছর দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিলো। জম্পুইজলা  প্লে সেন্টারের বিরুদ্ধে পরাজিত হয়ে হাতছাড়া হয়েছিলো খেতাব। এবার খেতাব দখলের লক্ষ্য নিয়েই মাঠে নামবে সদ্য অনূর্ধ্ব-‌১৭ রাজ্য সেরার সম্মান পাওয়া ত্রিপুরা স্পোর্টস স্কুলের মেয়েরা। তবে সমস্যা একটাই, দলের বেশীরভাগই নতুন মুখ। গেলোবারের মাত্র ৫ জন ফুটবলার এবারের দলে রয়েছে। নতুনদের নিয়েই এবার নজর কাড়তে বদ্ধপরিকর কোচ শুভেনজিৎ সিনহা। ২৮ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে স্পোর্টস স্কুল খেলবে চলমান সঙ্ঘের বিরুদ্ধে। অরুন্ধতিনগর পুলিস মাঠে ওইদিন বিকেল ৩ টায় শুরু হবে ম্যাচটি। এছাড়া ৩১ আগস্ট জম্পুইজলা প্লে সেন্টার, ৪ সেপ্টেম্বর কিল্লা মর্ণিং ক্লাব এবং ৬ আগস্ট বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুল। আসরে সাফল্য পেতে প্রতিদিন দুবেলা করে চলছে অনুশীলন। বুধবার সকালে অনুশীলন শেষে কোচ শুভেনজিৎ সিনহা বলেন, “দলে বেশীরভাগই নতুন মুখ। তাই আগাম কিছু বলা মুস্কিল। তবে ভালো খেলা উপহার দেওয়া আমাদের লক্ষ্য। তা মাথায় রেখেই মাঠে নামবে মেয়েরা”। এবছর সম্ভবত ত্রিপুরা স্পোর্টস স্কুলকে নেতৃত্ব দেবেন ধনিতা রিয়াং বা সাচান্তি রিয়াং। আগামী দুদিনের মধ্যেই তা ঠিক করা হবে বলে জানান কোচ। জানা গেছে, দলের রক্ষণভাগ এবার খুব শক্তিশালী। ফলে বিপক্ষ দলের ফুটবলাররা অনায়াসেই রক্ষণভাগের ফুটবলারদের বোকা বানাতে পারবে না ওই বিশ্বাস কোচের। দলে কোচ কাম ফুটবলারের ভূমিকায় থাকবেন কল্পনা দেববর্মা।

স্পোর্টস স্কুলের ফুটবলাররা:‌ মলিনা রিয়াং, শিখা ত্রিপুরা, অম্লাবতি রিয়াং, নেরিন জমাতিয়া, কেয়া দেববর্মা, ধনিতা রিয়াং, মেরিনা জমাতিয়া, শায়ারি ত্রিপুরা, শিয়ারী জমাতিয়া, শ্রেয়া দেব, সাচান্তি রিয়াং, বাসন্তি রিয়াং, মোহানি জমাতিয়া, তনু বাগডি, লতাতি জমাতিয়া, কল্পনা দেববর্মা এবং সাইন্দা জমাতিয়া। কোচ:‌ শুভেনজিৎ সিনহা এবং সুশান্ত দেববর্মা।‌