আহমেদাবাদ থেকে বিজেপিকে হুঙ্কার গেহলটের, বললেন ভোটে জিততেই আমরা এখানে

আহমেদাবাদ, ২৪ আগস্ট (হি.স.): আহমেদাবাদ থেকে বিজেপিকে হুঙ্কার দিলেন কংগ্রেস নেতা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বললেন, ভোটে জেতার জন্যই আমরা এখানে এসেছি। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পের তীব্র সমালোচনা করেছেন গেহলট। বুধবার সকালে আহমেদাবাদে যৌথ সাংবাদিক সম্মেলন করেন অশোক গেহলট ও কে সি বেণুগোপাল।

এদিন সাংবাদিক সম্মেলনে গেহলট বলেছন, “আমরা ভোটে জিততে এখানে এসেছি। রাজস্থানের স্বাস্থ্য মডেল অনুসরণ ও বাস্তবায়নের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করেছি। প্রকল্পটি হল ”মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী স্বাস্থ্য বীমা যোজনা”। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প অসম্পূর্ণ।” রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, অশোক গেহলটকে না-কি কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন স্বয়ং সোনিয়া গান্ধী। এ প্রসঙ্গে এদিন গেহলট বলেছন, “আমি মিডিয়ার থেকে এই কথা শুনছি। আমি শুধুমাত্র নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করছি।”

এদিনের সাংবাদিক সম্মেলনে কে সি বেণুগোপাল বলেছেন, “আমরা ক্ষমতায় থাকার সময় দেশকে উন্নয়নের পথ দেখিয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব।” বিজেপির শাসন দেশবাসীর মধ্যে হতাশা তৈরি করেছে বলে তাঁর অভিযোগ।