শোণিতপুরের গুদামঘাটে গোলাগুলি, আটক শিলচর সৈয়দপুরের দুই যুবক

তেজপুর (অসম), ২২ আগস্ট (হি.স.) : মদ-গাঁজা-মাদকদ্রব্য-তো বটেই এবার অবৈধ অস্ত্ৰ আমদানি-রফতানির ঘাঁটিতে পরিণত হয়েছে শোণিতপুর জেলার চারিদুয়ার থনাধীন গুদামঘাট এলাকা। কেননা গতকাল রবিবার রাতে গুদামঘাট মিরি গ্রামের জনৈক গৃহস্থের বাড়িতে গোলাগুলির ঘটনায় প্রশাসন এবং নাগরিকদের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আজ সোমবার জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গুদামঘাট মিরি গ্রামে জনৈক হজরত আলির বাড়িতে অজ্ঞাত কোনও ব্যবসা সংক্রান্ত কাজে গতকালই কাছাড় জেলার শিলচর সদর থানাধীন সৈয়দপুর গ্রামের জনৈক আসাফ উদ্দিনের বছর ৩২-এর ছেলে সালেহ আহমেদ এবং একই গ্রামের ইমরান সিদ্দিকের ২০ বছর বয়সি ফারহাজ সিদ্দিক সাদা রঙের একটি ডাস্টার মডলের দামি গাড়ি করে এসেছিল।

গতকাল রাতে ওই গ্রামের সুরজ আলি নামের এক যুবক হজরত আলির বাড়িয়ে গিয়ে ফারহাজ সিদ্দিকের সঙ্গে কোনও বিষয় নিয়ে কথা বলছিল। কিন্তু রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ শিলচরের সালেহ আহমেদ সুরজ আলিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। তবে ভাগ্যবলে নিজেকে প্ৰাণঘাতী হামলা থেকে রক্ষা করে সলেহ আহমেদের ওপর ধরালো অস্ত্র দিয়ে পাল্টা হামলা করে সুরজ আলি।

এদিকে গুলির শব্দ শুনে সংশ্লিষ্ট বাড়িতে হই-হট্টগোল, চিৎকার চেঁচমেচি শুরু হয়। দৌড়ে ছুটে আসেন প্রতিবেশী জনতা। তাঁরা দুজনকে গণপ্ৰহার দিয়ে খবর দেন চারিদুয়ার থানায়। খবর পেয়ে ঘটনাস্থল ওই বাড়িতে ছুটে যায় পুলিশের দল। তাঁরা দুজনকে আটক করে তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ সালেহ আহমেদের হেফাজত থেকে দুই রাউন্ড গুলি ভরতি একটি ০.২২ বোরের রিভলভার, খোলা ৪ রাউন্ড সক্রিয় গুলি, দুটি খালি গুলির খোল, একটি ড্যাগার এবং সাদা রঙের একটি ডাস্টার মডলের দামি গাড়ি বাজেয়াপ্ত করেছে।
ইতিমধ্যে চারিদুয়ার পুলিশ ১৫৪/২০২২ নম্বরে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির অস্ত্র আইনের ১২০ (বি)/৪৪৮/৩০৭/IPC, ২৫ (১এ)/২৭ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশের তদন্তকারী অফিসার গৃহকর্তা হজরত আলি এবং তার পরিবারের মহিলা সদস্যদেরে জিজ্ঞাসাবাদ করছে জানিয়েছে শোণিতপুর জেলা সদর পুলিশের সূত্রটি।