নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.) : বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া । সোমবার এক টুইটবার্তায় তিনি অভিযোগ করেন, বিজেপির তরফে নাকি তাঁকে আম আদমি পার্টি ভেঙে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
দিল্লির আবগারি কেলেঙ্কারিতে অভিযুক্ত মণীশ সিসোদিয়া। শনিবার ১৪ ঘণ্টা ধরে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাসভবনে তল্লাশি অভিযান চালায় সিবিআই। এই আবহে মণীশ সিসোদিয়া বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, বিজেপির তরফে নাকি তাঁকে আম আদমি পার্টি ভেঙে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সোমবার এক টুইটবার্তায় তিনি লেখেন, ‘আমার কাছে বিজেপির বার্তা এসেছে – ‘আম আদমি পার্টি’ ভেঙে বিজেপিতে যোগ দিন। সিবিআই, ইডির সমস্ত মামলা বন্ধ করে দেওয়া হবে। বিজেপিকে আমার জবাব- আমি মহারানা প্রতাপের বংশধর, আমি রাজপুত। মাথা কেটে ফেলব কিন্তু দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারীদের সামনে মাথা নত করব না। আমার বিরুদ্ধে সব মামলা মিথ্যে, যা খুশি করুন।’
এর আগে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন। মুখ্য সচিবের প্রতিবেদনের পর তিনি এই সুপারিশ করেন। রিপোর্টে ডেপুটি সিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এই আবহে সিসোদিয়ার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, মণীশ সিসোদিয়ার নামে এফআইআর করার আগে রাষ্ট্রপতির থেকে অনুমতি নেয় সিবিআই। সিসোদিয়ার পাশাপাশি শুক্রবার দিল্লির তৎকালীন আবগারি কমিশনার আরভ গোপী কৃষ্ণের বাড়িতেও অভিযান চালিয়েছিল সিবিআই। এরপর রবিবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ ১৪ জনের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) । দিল্লির আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল রবিবার তাদের সকলের বিরুদ্ধেই লুক আউট সার্কুলার জারি করে সিবিআই । এই অবস্থায় বিজেপির বিরুদ্ধে লাগাতার সরব আম আদমি পার্টির নেতারা