মুম্বই, ২২ আগস্ট ( হি.স.) : শিবসংগ্রাম সংগঠনের প্রাক্তন সভাপতি বিনায়ক মেটের মৃত্যুর ঘটনায় তাঁর গাড়িচালককে সন্দেহ করা হচ্ছে। চালকের বারবার বয়ান বদলানোয় সন্দেহ করা হচ্ছে। তাই এ মামলায় সিআইডি-র পাশাপাশি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পর্যায়ের সমান্তরাল তদন্ত হবে বলে সোমবার বিধানসভায় জানালেন উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস।
বিধানসভায় বিরোধী দল নেতা অজিত পাওয়ার সোমবার একটি মনোযোগ প্রস্তাবের মাধ্যমে মুম্বই-পুনে মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনায় বিনায়ক মেটের মৃত্যুর বিষয়টি উত্থাপন করেন। অজিত পাওয়ার বলেন, এই ক্ষেত্রে চালক বারবার তার বক্তব্য পরিবর্তন করছেন, যার কারণে সত্যটি জানা যায়নি। এছাড়াও, মুম্বই-পুনে হাইওয়েকে ছোট যানবাহনের জন্য দুই লেন এবং ৮ লেন করা প্রয়োজন। অজিত পাওয়ার বলেন, বিনায়ক মেটে সড়ক দুর্ঘটনার পর সময়মতো সাহায্য পাননি।
একইভাবে কংগ্রেস বিধায়ক দলের নেতা বালাসাহেব থোরাত এই ঘটনায় পুলিশের অবহেলার প্রসঙ্গ তুললেন। পাশাপাশি কংগ্রেস বিধায়ক বর্ষা গায়কওয়াড়ও অবিলম্বে বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং মহাসড়কের গর্তগুলি অবিলম্বে ভরাটের দাবি জানিয়েছেন। এর পর উপ-মুখ্যমন্ত্রী বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং মহাসড়কে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। দেবেন্দ্র ফড়নবীস বলেন, মুম্বই-পুনে মহাসড়ককে আট লেনের করে ডিজিটাল জিপিএস সিস্টেম চালু করা হবে।