নয়াদিল্লি, ২১ আগস্ট ( হি.স.) : সিবিআইয়ের পর এবার ইডির মুখে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লির মদ-কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই তল্লাশি চালিয়েছে মণীশের বাড়িতে। রবিবার লুক আউট নোটিসও জারি করা হয়েছে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। সূত্রের খবর, এবার দিল্লির আবগারি নীতির ‘অনিয়ম’ নিয়ে মণীশের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ আনতে পারে কেন্দ্রীয় আর্থিক নিয়ামক সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
‘আর্থিক সুবিধা’র বিনিময়ে দিল্লির মদ বিক্রেতাদের বেআইনি ভাবে অনুমোদন পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে মণীশের বিরুদ্ধে। শুক্রবার জন্মাষ্টমীর সকালে সেই সূত্রেই মণীশের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। রবিবার তারা মণীশের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের একটি প্রতিলিপিও প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে, এই মামলায় তদন্তের ভার রয়েছে ইডির উপরেও।
অভিযোগ, এমনই এক মদ-বিক্রেতা সংস্থা ইন্দোস্পিরিটের মালিক সমীর মহেন্দ্রু অন্তত দু’বার কয়েক কোটি টাকা দিয়েছেন মণীশের দুই ঘনিষ্ঠ ব্যক্তিকে। যদিও মণীশ এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, যেহেতু তিনি আম আদমি পার্টির সরকার এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সে জন্যই তাঁকে কেন্দ্রীয় গোয়েন্দাদের দিয়ে হেনস্থা করানো হচ্ছে।