বিলোনীয়ার কাসারি এডিসি ভিলেজে কঙ্কাল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৯ আগস্ট৷৷  শনিবার সকালে গভীর জঙ্গল থেকে  কঙ্কাল উদ্ধারের ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ ঘটনাস্থল বিলোনিয়া থানার অধীন কাসারি এডিসি ভিলেজের রিয়াং পাড়া এলাকায়৷ ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়৷ শুরু হয়েছে তদন্ত৷ তবে এটি কার কঙ্কাল সে বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ পুলিশ ঘটনার তদন্তক্রমে ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য তৎপরতা অব্যাহত রেখেছে৷ বিলোনিয়ার কাসারী এডিসি ভিলেজ এর রিয়াং পড়ায় কঙ্কাল উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই পার্শবর্তী এলাকাগুলিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *