নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): মদ দুর্নীতিতে এক নম্বর অভিযুক্ত হলেন মনীশ সিসোদিয়া। আসল মাথা অরবিন্দ কেজরিওয়ালের। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর।
এদিন অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “মদ কেলেঙ্কারির ১ নম্বর অভিযুক্ত হলেন মনীশ সিসোদিয়া (দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আপ নেতা), কিন্তু আসল মাথা হলেন অরবিন্দ কেজরিওয়াল (দিল্লির মুখ্যমন্ত্রী)৷ কেলেঙ্কারির পর তাঁর মুখের রং কেমন উধাও হয়ে গিয়েছে, তা আজকের সংবাদ সম্মেলনে স্পষ্ট দেখা গিয়েছে। কোনও প্রশ্নের উত্তরও দিতে পারেননি তিনি।”
মনীশ সিসোদিয়াকে প্রশ্ন করে অনুরাগ ঠাকুর বলেছেন, “মনীশ জি আপনার মদের নীতি যদি সঠিক ছিল, তাহলে আপনি তা ফিরিয়ে নিলেন কেন? এটা ‘চোর কি দাধি মেই টিঙ্কা’-এর মতো… মদ ব্যবসায়ীদের জন্য নরম দৃষ্টিকোণ কেন?… আমি অরবিন্দ কেজরিওয়ালকে চ্যালেঞ্জ জানাই, দেশের সামনে এসে ২৪ ঘণ্টার মধ্যে আমাকে উত্তর দিন।”