হাফলং (অসম), ২০ আগস্ট (হি.স.) : ডিমা হাসাও জেলায় ভূমিঙ্খলন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাজ্য সরকার-ঘোষিত এককালীন আর্থিক সাহায্য আজ শনিবার তুলে দেওয়া হয়েছে। গত মে মাসে প্রবল বর্ষণের জেরে ডিমা হাসাও জেলা ব্যাপক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল।
অসমের অন্যতম পাহাড়ি জেলায় ভূমিঙ্খলন ও বন্যায় বাড়িঘর হারিয়ে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমন-কি ভূমিধস ও বন্যায় বহু কৃষিখেতও নষ্ট হয়েছিল। স্তব্ধ হয়ে পড়েছিল যোগাযোগ ব্যবস্থা।
আজ শনিবার ডিমা হাসাও জেলার দুর্যোগ নিবারণ বিভাগ এবং জেলাপ্র শাসনের উদ্যোগে হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে এককালীন অর্থ সাহায্যের রেপ্লিকা চেক তুলে দিয়েছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গারলোসা।
এদিন হাফলং জেলা গ্রন্থাগার ভবন থেকে অরুণোদয় মাসেরও সূচনা করেন দেবোলাল গারলোসা। এই অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মাইনস অ্যান্ড মিনারেল দফতরের অতিরিক্ত সচিব অর্পনকুমার শইকিয়া, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ রাণু লাংথাসা, ডিমা হাসাওয়ের জেলাশাসক নাজরিন আহমেদ, পুলিশ সুপার মায়াঙ্ক কুমার প্রমুখ।

