নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৭৮ তম জন্মবার্ষিকী উদযাপন করল প্রদেশ কংগ্রেস৷ উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা ,গোপাল রায় সহ অন্যান্য নেতৃত্বরা৷ এদিন প্রয়াত রাজিব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন উপস্থিত কংগ্রেস নেতাকর্মীরা৷ এদিন বক্তব্য রাখছে গিয়ে বীরজিৎ সিনহা বলেন রাজীব গান্ধীর শাসনে দেশ অনেকটাই এগিয়ে গিয়েছিল৷ সাধারণ মানুষের কথা মাথায় রেখে চালু করেছিলেন বিভিন্ন প্রকল্প৷ যার মধ্যে অন্যতম হলো পৌরসভা ও পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করে গেছেন৷ এছাড়াও গরীব ছাত্র-ছাত্রীদের জন্য জওহর নবোদয় এর মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করে গেছেন৷ রাজীব গান্ধীর শাসনে তিনি যে পথ ভারতকে দেখিয়েছিলেন সেই পথ অবলম্বন করে কংগ্রেস দল আগামী দিনে দেশের উন্নয়নে নিজেদের বিলিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি৷
শনিবার প্রয়াত প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর ৭৮ তম জন্ম জয়ন্তী৷ দিনটিকে মহা সমারোহে পালন করছে কংগ্রেস দল৷ এদিন আগরতলার শকুন্তলা রোড স্থিত ২০নং ওয়ার্ড এলাকায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন৷ উপস্থিত ছিলেন, প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা৷ তিনি রাজীব গান্ধীর শাসন কালে দেশের বিভিন্ন উন্নয়নের ছবি তুলে ধরেন৷ রাজীব গান্ধীর শাসনকালে তিনি দেশকে বিশ্বের আসনে নিয়ে গেছিলেন বলেই আজও ভারতের নাম স্বগর্বে সর্বত্র উচ্চারিত হয় বলে উল্লেখ করেছেন আশীষ সাহা৷
2022-08-20