জন্মবার্ষিকীতে রাজীবকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর, বীরভূমিতে শ্রদ্ধাঞ্জলি রাহুল-সহ কংগ্রেস নেতৃবৃন্দের

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): জন্মবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, জন্মবার্ষিকীতে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৮ তম জন্মবার্ষিকী। এদিন সকালে বীরভূমিতে গিয়ে রাজীবকে শ্রদ্ধা নিবেদন করেছেন তাঁর ছেলে ও মেয়ে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। এছাড়াও রবার্ট ভডরা, কে সি বেণুগোপাল, মল্লিকার্জুন খাড়গে প্রমুখ কংগ্রেস নেতৃবৃন্দ রাজীব গান্ধীকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

জন্মবার্ষিকীতে পিতাকে স্মরণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটারে রাজীব গান্ধী সম্পর্কিত একটি ভিডিও আপলোড করে রাহুল লেখেন, “বাবা আপনি প্রতিটি মুহূর্তে, সর্বদা আমার হৃদয়ে রয়েছেন। দেশের জন্য আপনি যে স্বপ্ন দেখেছিলেন, তা যাতে পূরণ করতে পারি, আমি সেই প্রচেষ্টাই করে যাব।”