গুয়াহাটি, ২০ আগস্ট (হি.স.) : গুয়হাাটি মহানগরের কোন্দ্রস্থল ব্যস্ততম এলাকা ভাঙাগড়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি রেস্তোরাঁ ছাই হয়ে গেছে। ঘটনা আজ শনিবার সকালের দিকে সংঘটিত হয়েছে। দমকল বাহিনীর তৎপরতায় ভাঙাগড় এলাকা আগুনের হামলা থেকে রক্ষা পেয়েছে। তাছাড়া কোনও হতাহতের মতো ঘটনাও ঘটেনি।
এসডিআরএফ তথা অগ্নিনির্বাপক আধিকারিক জানান, ভাঙাগড় উড়ালপুলের নীচে একটি রেস্তোরাঁ তথা মিষ্টির দোকান থেকে আগুনের সূত্ৰপাত। অগ্নিকাণ্ডে রেস্তোরাঁর চার-চারটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ভয়াবহ রূপ ধারণ করে আগুন। সময়মতো ইঞ্জিন নিয়ে না আসলে এলাকাকে আগুনের কবল থেকে রক্ষা করা কষ্টকর হত, বলন আধিকারিক।
অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে গোটা এলাকা কলো ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলে। ফলে আতঙ্কে শুরু হয় হই-হট্টগোল দৌড়ঝাঁপ। তবে সময়মতো বেশ কয়েকটি ইঞ্জিন নিয়ে অগ্নিনিৰ্বাপক বাহিনী ঝাঁপিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রিত করে।