৫.২ তীব্রতার ভূমিকম্পে কাঁপল লখনউ, কম্পন অনুভূত নেপালেও

লখনউ, ২০ আগস্ট (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর প্রদেশের রাজধানী লখনউ। শুক্রবার গভীর রাত ১.১২ মিনিট নাগাদ ৫.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় লখনউতে, কম্পন অনুভূত হয় নেপালেও। লখনউ থেকে ১৩৯ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূপৃষ্ঠের ৮২ কিলোমিটার গভীরতায় ছিল ভূমিকম্পের উৎসস্থল।

উত্তর প্রদেশের লখিমপুর খেরি-সহ বিভিন্ন জেলায় ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়। দিল্লিতেও ভূকম্পন টের পাওয়া যায়। ভূমিকম্প অনুভূত হয় নেপালেও। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে, গভীর রাতে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন।