বঙাইগাঁওয়ে নিষিদ্ধ ড্ৰাগস সহ আটক কুখ্যাত পাচারকারী

বঙাইগাঁও (অসম), ১৯ আগস্ট (হি.স.) : বঙাইগাঁও জেলায় ড্ৰাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য লাভ করেছে চিরাং পুলিশের দল। চিরাঙের ডিএসপি লবকুমার ডেকার নেতৃত্বে আজ শুক্রবার ভোরে বঙাইগাঁও শহরে অবস্থিত নিউ কলোনিতে অভিযান চালিয়ে হিমাঙ্গ কলিতা (২০) ওরফে মাঙ্গো নামের কুখ্যাত এক ড্ৰাগস পচারকারীকে বমাল আটক করা হয়েছে।

ধৃত ড্ৰাগস পাচারকারীর হেফাজত থেকে পুলিশের অভিযানকারী দল চার গ্ৰাম নিষিদ্ধ হেরোইন, নগদ চার লক্ষ ৯০ হাজার ৪০০ টাকা, দুটি সিরিঞ্জ, একটি আইপেড, আটটা মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং একটি ইয়ামাহা এফ জেড মোটর বাইক বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির বজার মূল্য প্রায় ৩১,৭০০ টাকা হবে ববে জানানো হয়েছে। মাদক পাচার ও করবার সম্পর্কে তথ্য জানতে ধৃত হিমাঙ্গ কলিতাকে চিরং পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *