আমেরিকার নাগরিক হতে চান গোতাবায়া রাজাপক্ষে

ব্যাংকক, ১৯ আগস্ট (হি.স.) : আমেরিকায় থাকতে চান জনরোষ এড়াতে গত মাসে দেশ ছেড়ে যাওয়া শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে । জানা গেছে, তাঁর আইনজীবী মার্কিন মুলুকে গ্রিন কার্ডের আবেদনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।

এই মুহূর্তে ব্যাংককের একটি হোটেলে সপরিবারে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে, ২৫ আগস্টই নাকি দেশে ফিরছেন গোতাবায়া। কিন্তু দেশে ফিরলেও আমেরিকাতেই পাকাপাকি বসবাস করারই পরিকল্পনা তাঁর। ইতিমধ্যেই তাঁর আইনজীবী মার্কিন মুলুকে গোতাবায়ার গ্রিন কার্ডের আবেদনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।

৭৩ বছরের গোতাবায়া শ্রীলঙ্কার সেনা বিভাগ থেকে নির্ধারিত সময়ের আগেই অবসর নিয়ে আমেরিকার বাসিন্দা হয়েছিলেন ১৯৯৮ সালে। কিন্তু ২০০৫ সালে তিনি ফের শ্রীলঙ্কায় ফেরেন। ২০১৯ ,সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে নিজের মার্কিন নাগরিকত্ব পরিত্যাগ করেছিলেন প্রবীণ গোতাবায়া। এবার সেই নাগরিকত্বই ফিরে পেতে চাইছেন তিনি।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছিল। দেশের বর্তমান অর্থনৈতিক ডামাডোলের জেরে প্রেসিডেন্ট রাজাপক্ষের পদত্যাগের দাবিতে সরব হয় জনগণ। পরিস্থিতি হাতের বাইরে পুরোপুরি চলে যায়। সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। অবশেষে কয়েকদিন আত্মগোপন করে থাকার পরে বিপর্যস্ত দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া। দেশ ছেড়ে মালদ্বীপের একটি রিসর্টে সপরিবার ঘাঁটি গাড়েন গোতাবায়া রাজাপক্ষে। কিন্তু সেখানে ঠাঁই হয়নি তাঁর। সেখান থেকে সিঙ্গাপুর ঘুরে আপাতত ব্যাংককে রয়েছেন তিনি। এহেন ঠাঁইনাড়া পরিস্থিতিতে দেশে ফেরাই আপাতত মনস্থ করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট। শোনা যাচ্ছে, তিনি শ্রীলঙ্কায় ফিরলে তাঁকে একটি রাষ্ট্রীয় বাসভবন ও নিরাপত্তা দেবে বর্তমান সরকার। এখন দেখার, সত্যিই শেষ পর্যন্ত ব্যাংকক থেকে দেশে ফেরেন কিনা গোতাবায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *