প্রাক্তন খেলোয়াড়দের উদ্যোগে ভিডিও ক্লিপিংয়ে ফিটনেস দেখিয়ে পুরস্কৃত ২২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট।। ভার্চুয়ালি ফিটনেস দেখিয়ে ২২ জন ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কৃত হলেন।
ফিটনেস দেখিয়ে পুরস্কার জেতার উদ্যোগটা অভিনব হলেও দেখতে দেখতে এটি ৩ বছরে পা দিয়েছে। করোনার ভয়াবহ পরিস্থিতির সময় দেশ এবং রাজ্যে যখন লক ডাউন চলছিল ঠিক সেই সময় প্রাক্তন খেলোয়াড়দের তরফে নিজ বাড়ীর মধ্যেই শরীরচর্চা করে পুরস্কার জেতার এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল, “ফিটনেস দেখাও, পুরস্কার জিতো “। খেলোয়াড়দের মানসিক মনোবল নিয়মিত চাঙ্গা রাখার লক্ষেই প্রাক্তন খেলোয়াড়দের তরফে এবারও এই ভার্চুয়াল প্রতিযোগিতার উদ্যোগ নেওয়ায় রাজ্যজুড়ে ব্যাপক সাড়া পড়েছিল এবং প্রচুর সংখ্যক ভিডিও ক্লিপিং জমা পড়েছিল। তাদের মধ্যে থেকে বয়সভিত্তিক এবং ওপেন বিভাগে  বিবেচনার নিরিখে ১২ জনকে পুরস্কৃত করা হয়েছে। বিশেষ পুরস্কার পেয়েছে ১০ জন। অনূর্ধ্ব ১৮ বালিকা বিভাগ : সম্পূর্ণা চৌধুরী (ব্যাডমিন্টন ), অনুভা পাল ( ক্রিকেট ), পরিণীতা রায় ( যোগা ), অনূর্ধ্ব ১৮ বালক বিভাগ : রাজতনু বিশ্বাস ( যোগা ),  রত্নদীপ ভট্টাচার্য্য ( যোগা ), দেবর্পন কুন্ডু ( যোগা ), উন্মুক্ত বালিকা বিভাগ : শর্মিষ্ঠা ভট্টাচার্য্য ( টেনিস ), দীপ্তি দাস ( খো-খো ), সঞ্জিতা সাহা ( জুডো )। বিশেষ পুরস্কার বিজয়ী সোমপ্রিয়া দেব ( যোগা ), রাহুল দেবনাথ ( খো-খো ), ডা: তৃষা পোদ্দার ( জুডো ), সুরজিৎ পাল ( অ্যাথলেটিকস ), রেশমিতা রায় ( যোগা ), অরিজিৎ ভৌমিক ( জুডো ), ঋত্বিকা শর্মা ( যোগা ), অরুণ কুমার পাল ( জুনিয়র ক্রীড়া প্রশিক্ষক ), সানিয়ানা বেগম ( ক্যারাটে ), রতন সাহা ( ক্রীড়া প্রশিক্ষক)। শুক্রবার বিকেলে এগিয়ে চলো সংঘের কনফারেন্স হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত
ক্রীড়া অধিকর্তা সুবিকাশ দেববর্ম|, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকার, এগিয়ে চলো সংঘের সভাপতি চঞ্চল নন্দী, সম্পাদক সুমন্ত গুপ্ত, স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব নিখিল সাহা প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন ক্রীড়া সংগঠক অরূপ রতন সাহা। শেষে ধন্যবাদ জানান প্রাক্তন খেলোয়ার অপু রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *