পুলিশ মহানির্দেশকের সাথে সাক্ষাৎ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ বৃহস্পতিবার ডিজিপি অমিতাভ রঞ্জনের সঙ্গে দেখা করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন৷ সাক্ষাৎ শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি জানিয়েছেন, অমিতাভ রঞ্জনের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় রয়েছে উনার৷ সেই সুবাদেই উনার সঙ্গে দেখা করতে গেছিলেন৷ পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতি ও আইন শৃঙ্খলার বিষয় নিয়েও বিস্তৃত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সুদীপ রায় বর্মন৷ তিনি আরো বলেছেন, সেদিন মজলিশপুর বিধানসভায় যখন উনার উপর হামলা হয়েছে সেখানে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই উনাকে লক্ষ্য করেই ঢিল ছোড়া হয়েছিল বলে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক৷ তিনি বলেন, পুলিশের উপর ভরসা রয়েছে৷ তারা ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি৷