নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): আগামী বছর থেকে থার্মাল কয়লা আমদানি বন্ধ করবে কেন্দ্রীয় সরকার। জানালেন কয়লা ও খনি মন্ত্রী প্রহ্লাদ জোশী। বৃহস্পতিবার নতুন দিল্লিতে ভারতীয় ইস্পাত সেক্টরের জন্য কোকিং কয়লা কৌশল নিয়ে একটি কর্মশালার উদ্বোধন করে তিনি বলেন, কয়লা মন্ত্রক এই আর্থিক বছরে ৯০০ মিলিয়ন টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে এবং কোল ইন্ডিয়া লিমিটেডের লক্ষ্য ৭০০ মিলিয়ন টন। জোশী বলেছেন, ২০৩০ সালের মধ্যে ভারতের কয়লার প্রয়োজন হবে ১.৫ বিলিয়ন টন।
তিনি বলেন, ভারতের অর্থনীতি খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং রেকর্ড কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হয়েছে। মন্ত্রী বলেন, দেশীয় কয়লা উৎপাদন ২২ শতাংশ বেড়েছে। তিনি বলেন, কোকিং কয়লা উৎপাদনে ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। মন্ত্রী বলেন, কোকিং কয়লা এবং এলাকায় কী কী নতুন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে গুরুত্ব সহকারে ভাবনা দরকার।
তিনি বলেন, কয়লা মন্ত্রক কয়লা গ্যাসীকরণের জন্য প্রণোদনা বাড়িয়েছে এবং এটি ২০২৯-২০৩০ সালের মধ্যে ১০০ মিলিয়ন টন কয়লা গ্যাসীকরণ অর্জনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভিশন পূরণে নেতৃত্ব দেবে। মন্ত্রী বলেন, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করেছে। এদিনের কর্মশালায় কয়লা সচিব ডঃ অনিল কুমার জৈন এবং ইস্পাত সচিব সঞ্জয় সিংও বক্তব্য রাখেন।