নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ আগস্ট৷৷ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত এবং ভোটার তালিকার সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার শান্তির বাজারের এসডিএম সচেতনতামূলক আলোচনা চক্রে সাংবাদিকদের অবহিত করেন৷ ভোটার তালিকায় নাম নথিভুক্তের নিয়মাবলী সংশোধনের দিক গুলি নিয়ে শান্তির বাজার মহকুমা শাসকের উদ্দ্যোগে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়৷ ত্রিপুরা রাজ্য জুরে ভোটার তালিকার বিভিন্ন দিকগুলি পরিবর্তন সম্পর্কে লোক জনদের সচেতন করা হচ্ছে৷ এরইমধ্যে বুধবার শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালযে শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্যের উদ্দ্যোগে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়৷ আজকের এই সাংবাদিক সন্মেলনের মধ্য দিয় নতুন করে ভোটার তালিকায় নাম নতিভুক্ত করতে কি কি প্রয়োজন এবং ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে কি কি পরিবর্তন করাহয়েছে তা সম্পর্কে জানান মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য৷ তিনি জানান ভোটার তালিকায় নাম নতিভুক্তের পাশাপাশি পুরতান ভোটার আই কার্ডের সঙ্গে আধার নাম্বার নতিভুক্ত করার কাজ চলছে৷