বিহারের আইনমন্ত্রী কার্তিকেয় সিংকে বরখাস্ত করার দাবি সুশীল মোদীর

পটনা, ১৭ আগস্ট ( হি.স.) : বিহারের নয়া আইনমন্ত্রী কার্তিকেয় সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর বিহারের বিজেপি রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী বুধবার নীতীশ কুমার সরকারের কাছে সাহস দেখাতে অবিলম্বে মন্ত্রীকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন।

“কীভাবে কার্তিকেয় সিং-র মতো একজন ব্যক্তিকে মন্ত্রী করা হয়েছে, যাকে ১৬ আগস্ট মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল? কীভাবে তাকে বিহারে আইনমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ব্যবস্থা করা হল? বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সাহস থাকলে, তাহলে তার অবিলম্বে তাকে বরখাস্ত করা উচিত” বিজেপির সুশীল মোদী জানিয়েছেন।

গতকাল পটনার রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে একজন আরজেডি বিধায়ককে আইনমন্ত্রী করা হয়েছে। সিংয়ের বিরুদ্ধে ২০১৪ সালে অপহরণ মামলায় অভিযুক্ত এবং তিনি তার হলফনামাতেও স্বীকার করেছেন। সেই ক্ষেত্রে আদালত পরোয়ানা জারি করেছিল। তিনি আদালতে আত্মসমর্পণের পরিবর্তে, আইনমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন।