মেট্রিক চেস একাডেমির আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের সমাপ্তি বৃহস্পতিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা এখন চূড়ান্ত পর্যায়ে। আগামীকাল এর শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতা শেষে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। মেট্রিক্স চেস একাডেমির উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত অপর্ণা দত্ত স্মৃতি আন্তর্জাতিক ওপেন ফিডে রেটেড দাবা টুর্নামেন্টের নবম রাউন্ডের খেলা আজ, বুধবার শেষ হয়েছে। প্রত্যাশিতভাবেই বিদেশি খেলোয়াড় গ্র্যান্ড মাস্টার কলম্বিয়ার রাইঅস ক্রিস্টিয়ান কেমিলো এবং প্যারাগুয়ের ডেলগাডো রামিরেজ নিউরিস যৌথভাবে শীর্ষস্থানে অবস্থান করছেন। তৃতীয় শীর্ষে রয়েছেন পশ্চিমবঙ্গের সৌরেন ভট্টাচার্য। বিহারের কুমার গৌরব, পশ্চিমবঙ্গের ময়ূখ মজুমদার, আসামের অভ্রজ্যোতি নাথ এবং পশ্চিমবঙ্গের সৌম্যক ধারেয়া পরবর্তী তালিকায় ক্রমান্বয়ে রয়েছেন। যদিও এই ফলাফল অষ্টম রাউন্ডের পর। খবর লেখা পর্যন্ত সময়ে নবম রাউন্ডের খেলা চলছে। আগামীকাল সকাল সাড়ে আটটায় দশম তথা শেষ রাউন্ডের খেলা শুরু হবে। বেলা দুইটাই অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ত্রিপুরার দাবারু বিশ্বজিৎ নাগ, অর্শিয়া দাস, অনাবিল গোস্বামী, ধ্রুবজ্যোতি রক্ষিত, বাপু দেববর্মা, বিষ্ণুপদ দে, তপোজিত মজুমদার, প্রসেনজিৎ নমঃশূদ্র, রাজবির আহমেদ-রা এগিয়ে রয়েছে। আগামীকাল অন্তিম রাউন্ডের শেষে তাদের মধ্যে থেকে প্রথমসারির কয়েকজন প্রথম ২০ জনের মধ্যে স্থান করে নিতে পারবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। এদিকে, রাজ্যের বেশ কয়েকজন দাবাড়ু বিশেষ করে ম্যাট্রিক্স চেজ একাডেমির শিক্ষার্থীরাও আগামীকাল এই টুর্নামেন্টের প্রেক্ষাপটে রেটিং পাচ্ছেন। উল্লেখ্য, এবারকার এই রেটিং দাবা প্রতিযোগিতায় ২০৫ জন দাবারু অংশ নিয়েছেন। তাদের মধ্যে সাতটি দেশের দাবাড়ুদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট উন্নততর এক মাত্রা পেয়েছে। প্যারাগুয়ে, কলম্বিয়া, শ্রীলংকা, বাংলাদেশ, জাম্বিয়া‌ ও নেপালের প্রথম সারির বেশ কয়েকজন দাবাড়ু এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন। টুর্নামেন্ট ডিরেক্টরের ভূমিকায় ত্রিপুরার প্রখ্যাত দাবারু তথা ভারতীয় দলের কোচ ফিডে মাস্টার প্রসেনজিৎ দত্ত টুর্নামেন্ট দারুণভাবে এগুচ্ছে বলে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *