ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। দুর্দান্ত জয় পেয়েছে বনমালীপুর ক্রিকেট ক্লাব। এই জয়ের সুবাদে বি.সি.সি কোয়ার্টার ফাইনালে খেলাও নিশ্চিত করে নিয়েছে। বিজিত পোলস্টারকে এবারের মতো ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্ট থেকে। মূলপর্বে খেলার স্বপ্ন এবারের মতো অধরা রয়ে গেল। গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছিনিয়ে বিসিসি গ্রুপ-বি থেকে চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। খেলা ছিল আজ, বুধবার এমবিবি স্টেডিয়ামে। দিনের দ্বিতীয় ম্যাচ। টস জিতে পোলস্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ঋতুরাজ ঘোষের ২১ রান সর্বাধিক ছিল। বিসিসি-র বোলার অনুজ পাল ১৪ রানে চারটি উইকেট দখল করে বেশ সাফল্য পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে দলীয় কুড়ি য়ানের মধ্যে ওপেনিং জুটি-র দু’জন স্বল্প রানে প্যাভিলিয়নে ফিরলে জয়ের পুরো ভার কাঁধে তুলে নেয় বাবুল দে ও সাগর শর্মা। বাবুল ৪১ বল খেলে ৩৪ রান সংগ্রহ করে প্যাভিলিয়নে ফিরলে সাগর শর্মা অপরাজিত ভূমিকায় দলকে এক্কেবারে জয় এনে দেয়। ২৬ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে সাগর অপরাজিত ভূমিকায় ৩৬ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে অনুজ পাল পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের খেতাব।
2022-08-17