নয়াদিল্লি, ১৫ আগস্ট ( হি.স.) : সোমবার ঝান্ডেওয়ালানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নির্মাণাধীন কার্যালয়ে ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর।
সংঘের প্রচার বিভাগ অনুসারে, স্বাধীনতার অমৃত উত্সব স্মরণে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কেন্দ্রীয় কার্যালয় কেশব কুঞ্জের আঙ্গিনায় সিআরপিএফ জওয়ান এবং শ্রমজীবী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুনীল আম্বেকর পতাকা উত্তোলন করেন। সংঘের প্রাদেশিক প্রচারক যতীন কুমারও উপস্থিত ছিলেন।