নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ রাত পোহালেই ৭৬ তম ভারতের স্বাধীনতা দিবস৷ স্বাধীনতা দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য রাজ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কেন্দ্র করে রাজ্যের সর্বত্র নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে৷ রাজ্যের প্রতিটি থানা পুলিশ ফাঁড়ি এবং নিরাপত্তা বাহিনীর ক্যাম্প সর্বোপরি বিএসএফ বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ রাজ্যে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হবে আগরতলায় আসাম রাইফেলস ময়দানে৷ ১৫ আগস্ট সারা ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়ে উদযাপিত হবে স্বাধীনতা দিবস৷ সেজন্য আগরতলায় চলছে শেষ পর্যায়ের ব্যাপক প্রস্তুতি৷ মূল অনুষ্ঠানটি হবে রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে৷
এখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ এরপর অনুষ্ঠিত হবে প্যারেড৷ প্যারেডে সামরিক ও বেসামরিক বাহিনী ও ব্যান্ড অংশ নেবে৷ অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য প্লাটুনগুলো কঠোর অনুশীলন করেছে৷
একদিকে যেমন বিভিন্ন বাহিনীর সদস্যরা মাঠে অনুশীলন করছে, অন্যদিকে মাঠে অতিথিদের বসার জন্য অস্থায়ী শেড তৈরি করা হয়েছে৷ আসাম রাইফেলস মাঠের নিরাপত্তা আরও কঠোর করা হচ্ছে৷ এ বছর স্বাধীনতা দিবস এক অনন্য নজির স্থাপন করবে তা বলার অপেক্ষা রাখে না৷ কেননা, স্বাধীনতার ৭৫ বছর পূর্তির উপলক্ষে গোটা দেশে আজাদীকা অমৃত মহৎসব পালিত হচ্ছে৷ দেশের সরকারের তরফে এ বছরের স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে দেশব্যাপী হরঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ গত বেশ কিছুদিন ধরে সারা দেশের সাথে রাজ্যেও হরঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার জন্য ব্যাপক প্রচার অভিযান চালানো হয়৷ সরকারি অফিস আদালতের পাশাপাশি বেসরকারি সংস্থা এমনকি প্রত্যেকের বাড়ি বাড়ি এ বছর জাতীয় পতাকা উত্তোলনের জন্য দেশপ্রেমিক জনগনের প্রতি অনুরোধ জানানো হয়েছে৷
2022-08-14