নয়াদিল্লি, ১৪ আগস্ট ( হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৭৬ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ রবিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
শনিবার এক বিবৃতি জারি করে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রপতি ভবন। এতে বলা হয়েছে, জাতির উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণ সন্ধ্যা ৭টা থেকে সমস্ত এআইআর নেটওয়ার্ক এবং সমস্ত দূরদর্শন চ্যানেলে সম্প্রচার করা হবে। রাষ্ট্রপতির ভাষণ প্রথমে হিন্দিতে এবং পরে ইংরেজিতে সম্প্রচার করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দূরদর্শনে হিন্দি ও ইংরেজিতে সম্প্রচারের পর তা দূরদর্শনের আঞ্চলিক চ্যানেলে আঞ্চলিক ভাষায় সম্প্রচার করা হবে। অল ইন্ডিয়া রেডিও রাত ৯.৩০ টায় তার নিজ নিজ আঞ্চলিক নেটওয়ার্কে আঞ্চলিক ভাষার সংস্করণ সম্প্রচার করবে।