পলাশবাড়ি (অসম), ১৪ আগস্ট (হি.স.) : অসমে এক হাজারটি নতুন আদর্শ অঙ্গওয়াড়ি কেন্দ্ৰের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। আজ রবিবার ৭৫-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত পলাশবাড়ি বিধানসভা এলাকায় আরবি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে নবনির্মিত এক হাজার আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্ৰের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।
এ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসের প্ৰাক-মুহূৰ্তে রাজ্যের নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্ৰগুলি উদ্বোধন করে আজ এক সুন্দর ক্ষণের সাক্ষী হয়েছেন। এ-ও এক বিরল অনুভূতি, বলেন তিনি। মুখ্যমন্ত্রী রাজ্যের সব অভিভাবকদের তাঁদের সন্তান-সন্ততিগণকে গঠনমূলক শিক্ষার এই আদর্শ কেন্দ্ৰগুলিতে ভরতি করার আহ্বান জানান। মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা বলেন, তাঁর সরকার ২০২৬ সালের আগে এ ধরনের ১৫ হাজার আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির লক্ষ্য হাতে নিয়েছে। এই প্ৰচেষ্টা যাতে সফল হয়, সে জন্য তাঁর সরকারের প্ৰতি রাজ্যবাসীর বিদ্যমান আস্থা, মমতা, অনুপ্ৰেরণা এবং আশীৰ্বাদ থাকবে বলে আশা ব্যক্ত করেছেন হিমন্তবিশ্ব শর্মা।
আজকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন কার্যক্রমে অন্য বহুজনের সঙ্গে ছিলেন মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি, সাংসদ কুইন ওজা, তিন বিধায়ক যথাক্ৰমে হেমাঙ্গ ঠাকুরিয়া, সুমন হরিপ্ৰিয়া, দিগন্ত কলিতা এবং অসম সরকারের সংশ্লিষ্ট বিভাগ, সাধারণ ও পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকগণ।

