গুয়াহাটি, ১৪ আগস্ট (হি.স : গুয়াহাটি রেলওয়ে স্টেশনে জনৈক যাত্রীর হেফাজত থেকে নগদ ৩৫ লক্ষ টাক বাজেয়াপ্ত করেছে জিআরপি। নগদ পাচারের অভিযোগে মণিপুরের এক বসিন্দাকে আটক করা হয়েছে।
রেলস্টেশনে অবস্থিত জিআরপি থানার ওসি জানান, আজ রবিবার সকাল পৌনে সাতটা নাগাদ দিল্লিগামী রাজধানী এক্সপ্ৰেসে তলাশি অভিযানে এন সিং নামের এক ব্যক্তিকে নগদ টাকা সহ আটক করা হয়েছে। এত পরিমাণের নগদ নিয়ে সফর করার উদ্দেশ্য, টাকাগুলির উৎস কী ইত্যাদি কোনও জিজ্ঞাসার প্রামাণিক তথ্য দিতে পারছেন না ধৃত ব্যক্তি। তবে তাকে জেরা করা হচ্ছে।