শ্রীনগর, ১২ আগস্ট (হি.স.): জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রা বৃহস্পতিবার শেষ হয়েছে। জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা জানিয়েছেন, এবছর তিনলক্ষেরও বেশি তীর্থযাত্রী, পবিত্র অমরনাথ গুহা পরিদর্শন করেন। পাহেলগাওঁ এবং বালতাল পথে গত ৩০শে জুন এই যাত্রা শুরু হয়। চলে ৪৩ দিন। মেঘভাঙা বৃষ্টি ছাড়া এ বছরের যাত্রা ছিল শান্তিপূর্ণ।
তীর্থযাত্রীদের চিহ্নিত করতে এই প্রথম রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড ব্যবহার করা হয়। মেঘভাঙা বৃষ্টির পর যাত্রীদের খুঁজে পেতে এই উন্নত প্রযুক্তি বিশেষভাবে সাহায্য করেছে। শুক্রবার সকালে সমাপন পূজার্চনা করেছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। এদিন মানুষের শান্তি, সমৃদ্ধি ও প্রগতির জন্য শুভকামনা করেছেন তিনি। মনোজ সিনহা বলেন, অমরনাথ যাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অংশীদার ও নাগরিকের ভূয়সী প্রশংসা করছি আমি।