গুয়াহাটি, ১২ আগস্ট (হি.স.) : ভারতের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক হাতির অবস্থান অসমে, বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
‘বিশ্ব হাতি দিবস’ উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী ড. শর্মা তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলে এই মন্তব্য করেছেন। তবে অসমে কতটি হাতি রয়েছে তা উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভারতের অন্য রাজ্যগুলির মধ্যে অসেমে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক হাতি রয়েছে। ভদ্র প্রাণী, হাতি সবসময় আমাদের সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার হাতির আবাসস্থল হিসেবে অসম গর্বিত। ‘বিশ্ব হাতি দিবস’-এ মহিমান্বিত এই প্রাণী এবং এর আবাসস্থল রক্ষা করার জন্য আমার সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করছি।’
অসমের বেশ কয়েকটি জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির অবস্থান রয়েছে। এগুলির মধ্যে কাজিরাঙা, ওরাং, মানস অন্যতম। সারা বিশ্বে হাতিকুলকে রক্ষা করার পরিপ্রেক্ষিতে জনতার মধ্যে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১২ আগস্ট ‘বিশ্ব হাতি দিবস’ পালিত হয়।
এদিকে কাজিরঙা, ওরা জাতীয় উদ্যানে বিশ্ব হাতি দিবস পালন করা হয়েছে। দরং জেলার অন্তর্গত ওরাং জাতীয় উদ্যানে অন্যান্য বছরের মতো এবারও স্থানীয় জনসাধারণ, ছাত্ৰছাত্ৰীর উপস্থিতিতে বিশ্ব হাতি দিবস উপলক্ষ্যে সজাগতা সভাও অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষ্যে হর ঘর তিরঙ্গা কার্যসূচি পালন করার আহ্বান জানান উদ্যোক্তারা।