মানকাচর (অসম), ১১ আগস্ট (হি.স.) : মানকাচরে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ ছাউনিতে উচ্ছ্বলতার সঙ্গে রক্ষাবন্ধন উৎসব পালন করেছে সীমান্ত চেতনা মঞ্চ পূৰ্বোত্তর। এ উপলক্ষ্যে আজ সকালে স্থানীয় বোনেদের এক দল বিএসএফ ছাউনিতে গিয়ে জওয়ানদের কপালে চন্দনের ফুটো দিয়ে হাতে রাখি পরিয়েছে।
দেশের বিভিন্ন রাজ্য থেকে এখানে এসে ভারতমাতাকে সুরক্ষার জন্য সীমান্তে অতন্দ্র প্ৰহরীর কাজে নিয়োজিত শতাধিক বিএসএফ জওয়ান। তাঁদেরই আজ রাখি পরিয়েছেন এখানকার বোনেরা। সীমান্ত চেতনা মঞ্চ-এর মহিলা সদস্যরা মানকাচর, কাকড়িপাড়া, সাহাপাড়া এবং জোরডাঙা বিএসএফ ক্যাম্পের জওয়ানদেরও রাখি পরিয়ে রক্ষা বন্ধন উৎসব পালন করেছেন।

