ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট।। ফাইনালে তুইকর্মা তুইসা স্কুলের বিরুদ্ধে খেলবে মনুঘাট স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। মঙ্গলবার হয় আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। তাতে সহজেই ছৈলেংটা স্কুলকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেয় মনুঘাট স্কুল। অপেক্ষাকৃত দুর্বল দল ছৈলেংটা স্কুল টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মনুঘাট স্কুলের বোলারদের সাড়াশি আক্রমনের মুখে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে। দল মাত্র ৩৮ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ১৮ রান পায় অতিরিক্ত খাতে। দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৬ রান করে মহম্মদ ইরফান আলি। মনুঘাট স্কুলের পক্ষে সুরজ গুরুং (৪/১৮), ইশান্ত শুক্লবৈদ্য (৩/১৩) এবং মিপু রঞ্জন ত্রিপুরা (২/৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২৫ বল খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মনুঘাট স্কুল। দলের পক্ষে সুরজ গুরুং ১১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে অপরাজিত থেকে যায়। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। ছৈলেংটা স্কুলের পক্ষে রোহিত গুপ্তা (২/১২) এবং প্রীয়দর্শি চাকমা (২/১৩) সফল বোলার।
2022-08-10