কোভিড-সংক্ৰমণ বেড়ে ১৬,০৪৭; ভারতে ৫৪ জনের মৃত্যু, সক্রিয় রোগী ০.২৯ শতাংশ

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের অনেকটাই বৃদ্ধি পেয়েছে, দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৭ জন। ভারতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,২৬,৮২৬-তে পৌঁছেছে, মঙ্গলবার সারাদিনে মৃত্যু হয়েছে ৫৪ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ২৮ হাজার ২৬১-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৭ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ২৮ হাজার ২৬১-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৯ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৫ লক্ষ ২১ হাজার ৪২৯ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২,০৭,০৩,৭১,২০৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,৮২৬ জন (১.১৯ শতাংশ)। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৫,৩৫,৬১০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫২ শতাংশ। দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে ৪.৯৪ শতাংশে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *