ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট।। ফাইনাল ম্যাচ আগামীকাল। খেতাবি দখলের লড়াইয়ে আমলক কামি খেলবে কাইন্তা কামি দলের বিরুদ্ধে। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন (পিত্রা কামি)। পিত্রা কামি স্কুল মাঠে আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন উপজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া। এছাড়া উপস্থিত থাকবেন টি টি এ এ ডি সি-র প্রাক্তন এম ডি সি কিশোর জমাতিয়া, কিল্লা ব্লকের বিডিও কমল দেববর্মা, গোমতি জেলা ক্রীড়া দপ্তরের সহকারি ক্রীড়া আধিকারিক ভারতী নিগম, বিপ্রহরি জমাতিয়া, বিশ্বজিৎ দেববর্মা, অন্নমনি জমাতিয়া এবং রথীন্দ্র লাল জমাতিয়া। ফাইনাল ম্যাচকে স্মরণীয় করে রাখতে জোড় প্রস্তুতি নিয়েছে উদ্যোক্তারা। সাজিয়ে তোলা হয়েছে মাঠকে। এদিকে খেতাব জয় করতে দুদলই জোড় প্রস্তুতি নিয়েছে। মঙ্গলবার দুই দলই শেষ প্রস্তুতি সেরে নেয়। আগামীকাল ফেভারিট হিসাবেই মাঠে নামবে আমলক কামি মনে করছেন ফুটবলপ্রেমীরা। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।
2022-08-10