নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ বুধবার রাজধানী আগরতলা শহরের বাদুরতলী এলাকায় সুকটি এবং রিক্সার মধ্যে সংঘর্ষে রিক্সাচালক গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত রিক্সাচালক বর্তমানে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন৷ রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের বিভিন্ন স্থানে পথ দুর্ঘটনা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ দুর্ঘটনার কবলে পরে প্রাণহানি এবং জখম হওয়ার ঘটনা প্রতিনিয়ত বাড়ছে৷ বুধবার আগরতলা শহরের আরএমএস চৌমুহনী সংলগ্ণ বাঁদুরতলী এলাকায় সুকটি এবং রিক্সার মধ্যে সংঘর্ষে রিক্সাচালক গুরুতরভাবে আপাতত পেয়েছেন৷ দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনরা আহত রিক্সা চালককে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান৷ দুর্ঘটনার খবর পেয়ে আগরতলা পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ সুকটি চালক এবং রিক্সাচালকের দ্রুতগামীতা এবং অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ আহত রিক্সা চালক বর্তমানে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন৷ রাজধানী আগরতলা শহর এলাকাতে ট্রাফিকি ব্যবস্থা জোরদার থাকা সত্ত্বেও পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব হচ্ছে না৷ অনেক ক্ষেত্রেই যানবাহনের চালক ও বাইক, রিক্সা চালকরা ট্রাফিক আইন মেনে চলছেনা৷ সে কারণেই এ ধরনের দুর্ঘটনার মাত্রা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷