নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): দায়িত্ব বাড়ল ছত্তিশগড়ের বিলাসপুরের সাংসদ অরুণ সাও-এর। অরুণকে ছত্তিশগড়ের বিজেপির নতুন রাজ্য সভাপতি নিযুক্ত করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মঙ্গলবারই অরুণ সাও-কে ছত্তিশগড় বিজেপির নতুন রাজ্য সভাপতি নিযুক্ত করা হয়েছে।
কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে আগামী বছরই বিধানসভা নির্বাচন, তার আগে বিলাসপুরের সাংসদের দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। বিষ্ণুদেও সাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন ৫৩ বছর বয়সী অরুণ সাও। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একজন সক্রিয় কর্মী ছিলেন অরুণ। ২০১৯ সালে সর্বপ্রথম লোকসভার সাংসদ নির্বাচিত হন তিনি।