মুম্বই, ৯ আগস্ট (হি.স.): বহু প্রতীক্ষিত মন্ত্রিসভার সম্প্রসারণ হল মহারাষ্ট্রে। মঙ্গলবার রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে মহারাষ্ট্রের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির ৯ জন বিধায়ক। শিবসেনারও ৯ জন বিধায়ক মন্ত্রী হিসেবে এদিন শপথ নিয়েছেন। বিজেপির যে ৯ জন বিধায়ক এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাঁরা হলেন-চন্দ্রকান্ত পাটিল, সুধীর মুনগানটিওয়ার, গিরিশ মহাজন, সুরেশ খাদে, রাধাকৃষ্ণ ভি কে পাটিল, রবীন্দ্র চাভান, মঙ্গল প্রভাত লোধা, বিজয়কুমার গাভিত ও অতুল সাভে। শপথ নেওয়া শিবসেনার ৯ জন হলেন-দাদা ভুসে, শম্ভুরাজে দেশাই, সন্দীপন ভুমরে, তানাজি সাওয়ান্ত, আব্দুল সাত্তার, দীপক কেসারকার, গুলাবরাও পাটিল ও সঞ্জয় রাথাউড়। রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি সকলকে শপথবাক্য পাঠ করিয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ-সহ অন্যান্যরা।
অনেক প্রতীক্ষার পর অবশেষে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র মন্ত্রিসভার সম্প্রসারণ হল। উদ্ধব ঠাকরের পদত্যাগের পর গত ৩০ জুন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়নবীশ। তখন থেকে দু’জনেই যাবতীয় কাজ চালিয়ে যাচ্ছিলেন, তা নিয়ে বিরোধীরা কম সমালোচনা করেনি। অবশেষে মঙ্গলবার মহারাষ্ট্র মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে। মহারাষ্ট্র মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন ১৮ জন মন্ত্রী। তাঁদের মধ্যে বিজেপির ৯ জন বিধায়ক ও শিবসেনার ৯ জন বিধায়ক।