নীতীশের পাশে জেডিইউ-র সবাই, বিহারের সার্বিক পরিস্থিতির দিকে নজর মহাজোটের

পাটনা, ৯ আগস্ট (হি.স.): নীতীশ কুমারের পাশেই জেডিইউ-র সবাই। তিনি যা সিদ্ধান্ত নেবেন দলের সাংসদ ও বিধায়ক-সবাই তা মানা নেবেন। মঙ্গলবার জেডিইউ যে বৈঠক ডেকেছিল, তাতে এই সিদ্ধান্তই গৃহীত হয়েছে। সকলেই জানিয়েছেন, তাঁরা নীতীশ কুমারের পাশে রয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টেয় বিহারের রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করবেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর আগে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন তিনি। সূত্রের খবর, নীতীশের সঙ্গে রাজভবনে যেতে পারেন তেজস্বী যাদবও।

এদিকে, বিহারের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছে মহাজোটও। মঙ্গলবার সকালেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বাড়িতে বৈঠকে বসেন মহাজোটের নেতৃবৃন্দ। সেই বৈঠকে ঠিক হয়েছে, আরজেডি-র বিধায়ক, বিধান পরিষদের সদস্য, রাজ্যসভার সাংসদরা সমস্ত দায়িত্ব তেজস্বী যাদবের ওপর ছেড়ে দিয়েছেন। তেজস্বী যে সিদ্ধান্ত নেবেন, তা তারা মেনে নেবেন। কংগ্রেস ও বামেরা আগেই জানিয়েছেন তাঁরা তেজস্বী যাদবের পাশে রয়েছেন।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।কাকলি

মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন মোদীর, জানালেন নিপুণ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এই টিমের
নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রশাসনিক অভিজ্ঞতা ও সুশাসন প্রদানের আবেগের একটি দুর্দান্ত মিশ্রণ এই টিম। মঙ্গলবারই সম্প্রসারিত হয়েছে মহারাষ্ট্রের মন্ত্রিসভা। বিজেপির ৯ জন বিধায়ক ও শিবসেনার ৯ জন বিধায়ক এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভা সম্প্রসারিত হওয়ার পর মঙ্গলবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “যারা মঙ্গলবার মহারাষ্ট্র সরকারের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তাঁদের সবাইকে অভিনন্দন। এই টিমটি প্রশাসনিক অভিজ্ঞতা এবং সুশাসন প্রদানের আবেগের একটি দুর্দান্ত মিশ্রণ। রাজ্যের জনগণকে সেবা করার জন্য তাঁদের জন জানাচ্ছি শুভকামনা। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *