নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ সোমবার বিদ্যুৎ আইন সংশোধনী বিল পার্লামেন্টে পেশ করা হয়েছে৷ এরই প্রতিবাদে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন ত্রিপুরা কমিটি দিনটিকে কালো দিবস হিসেবে পালন করেছে৷ শহরের বটতলা এলাকায় বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন তাদের দাবি অবিলম্বে বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে৷ এদিন বিলটিকে পুড়িয়ে এই বিলের বিরুদ্ধে বিক্ষোভ জানানো হয়েছে৷ প্রত্যেককে এই আইনের বিরুদ্ধে গর্জে উঠার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা৷
2022-08-08